ঢাকা (দুপুর ২:৫০) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার

প্রতিবন্ধী মারিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন এএসপি জুয়েল রানা

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ০৩:৪০, ২৩ সেপ্টেম্বর, ২০২১

মুখে মায়াভরা হাসি,ডাগর আঁখি। চোখের ভাষায় কথা বলে -এমনই চোখ তার। কী অপলক চাহনিযুক্ত নিস্পাপ হাসি। যেনো কোথাও বিষাদ নেই। দেহ অবয়বে জুড়ে সরলতা আর কমলতার ছাপ।নিঃস্বাসে কেবল ভারি বেদনার বাতাস ঝরছে।

চোখের কোণে আঁখিজল ছলছল করে মায়াভরা শিশির কণার মতো খেলা করে-কী আশ্চর্য্য সুন্দরের লীলাভূমের মতো দেখা যায় তার ললাট,চিবুক,চুল ও কাজলহীন ভ্রু।

বলছিলাম মা-হারা সহায় সম্বলহীন তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মটুপি গ্রামের প্রতিবন্ধী মারিয়ার কথা,বাবা যদিও আছে তবে তার বাবাও মানসিক প্রতিবন্ধী। বয়েস সবেমাত্র দশের কোঠায়। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছে।

কী করবে, কোথায় যাবে মারিয়া। এই অবুঝ শিশুটি শেষমেশ থাকার জায়গা হয়েছিলো দাদীর কাছে। জীবন জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে হাত পেতেছে। নিজের পা দুটি থাকা সত্ত্বেও ভর দিয়ে চলতে হয় তাকে। মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে পোহাতে হয় নানা বিড়ম্বনা।

বিষয়টি নজরে আসে দাউদকান্দি সার্কেল এর (দাউদকান্দি -চান্দিনা) মানবিক জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার(এএসপি) মো. জুয়েল রানার। এই প্রতিবন্ধীকে স্বাভাবিক জীবনে ফিরাতে,তার হাতে আবার বই খাতা তুলে দিতে সার্কেল এএসপি জুয়েল রানা নিজে ও রোটারি ক্লাব অব গৌরীপুর এর উদ্যোগে বর্তমানে মারিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এএসসি জুয়েল রানা প্রতিবন্ধী মারিয়াকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন। সেই চেয়ারে মারিয়াকে বসিয়ে নিজেসহ ছবি তুলে এএসপি’র ফেসবুকে আপলোড করেছেন, সেই ছবি এখন টাইমলাইনে ভাসছে আর তার (এএসপির) মানবিকার বার্তা পৌঁছে যাচ্ছে দেশ-দেশান্তরে।

এ বিষয়ে কথা হয় সার্কেল এএসপি মো.জুয়েল রানা’র সাথে তিনি জানান,”আমি আমার সাধ্যমত চেষ্টা করবো মারিয়ার সুচিকিৎসার জন্য। আমি চাই তার মুখে হাসি ফুটুক। তার হাতে ভিক্ষার থালার পরিবর্তে বই,খাতা উঠুক।”




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT