ঢাকা (সকাল ১০:৪২) বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পুনরায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জসীমউদ্দীন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫০, ৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার দাউদকান্দ উপজেলার “উপজেলা পর্যায়ে” শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীমউদ্দীন আহম্মেদ ।

 

এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন। এ সময় জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপলক্ষে প্রধান শিক্ষক জসীমউদ্দীন আহম্মেদকে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি নাঈমা ইসলাম।

 

জানা যায়, এর আগেও জসীমউদ্দীন আহমেদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন  করেছিলেন। এবার দ্বিতীয়বারের মতো শিক্ষা সপ্তাহ- ২০২৪ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

 

ক্রেস্ট  প্রদানের  সময় উপস্থিত ছিলেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. ফজলুল হক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম রিপন। এই কৃতিত্বপূর্ণ সম্মান অর্জনের জন্য দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও গোমতী নদীর পাশে উপজেলা সদরে ছায়াঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT