নড়াইলের দিঘলিয়ায় দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ
ইকবাল হাসান,নড়াইল রবিবার রাত ০১:৫১, ১৫ আগস্ট, ২০২১
নড়াইলের লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার অংশ হিসাবে দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোকালে মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র ও ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছেন। তারই অংশ হিসাবে শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদে দুইশতজন দরিদ্রদের (জিআর প্রকল্পের) প্রত্যেককে দশ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সফল নারী চেয়ারম্যান নীনা ইয়াসমিন বলেন, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ। জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে দরিদ্র ও সাধারণ মানুষের খুব কাছে থেকে সেবা প্রদান করছি। আজ একজন সফল প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষের সেবা করতে পাচ্ছি।
সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্রদের সেবা প্রদান করেছি। সকল উন্নয়ন ও ভাল কাজে সাধারণ মানুষের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। চাউল প্রদানকালে ইউপি সচিব, মেম্বর মোঃ ফরিদুজ্জামান ফরিদ, মেম্বর মোঃ আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।