নড়াইলে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার : ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি সোমবার বিকেল ০৫:২৪, ২৬ আগস্ট, ২০১৯
এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে ২৩৪ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হলেন সাবেক শ্রমিকনেতা মোঃ আব্দুল্লা আল মামুন ওরফে মামুন ফকির(৪৭) এবং তার স্ত্রী লিমা বেগম(৩৫) ও সহযোগী আজগর মুন্সী(৪৫)।
লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৭টা ৪৫ এর দিকে এস,আই মিলটন কুমার দেবদাস, এস,আই আতিকুজ্জামান এবং এ,এস,আই জাহিদসহ সঙ্গীয় পুলিশ লোহাগড়া বাজার সংলগ্ন মদিনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত অলিয়ার রহমানের ছেলে মাদক ব্যবসায়ি মোঃ আব্দুল্লা আল মামুন ওরফে মামুন ফকির এবং তার স্ত্রী লিমা বেগম এবং কুন্দসী গ্রামের জলিল মুন্সীর ছেলে সহযোগী পরিবহন শ্রমিক আজগর মুন্সী কে গ্রেফতার করে। মদিনাপাড়াস্থ মামুন ফকিরের ঘরে তল্লাশী চালিয়ে পুলিশ এসময় পুলিশ ২৩৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের নামে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই অনুষ্ঠিত নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজিঃ-১২৯৫) এর ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রমিকনেতা মোঃ আব্দুল্লা আল মামুন ওরফে মামুন ফকির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। এর আগে মামুন ফকির নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের লক্ষীপাশা শাখার সম্পাদক হিসাবে কিছুদিন দায়িত্ব পালন করেন। একটি প্রতিষ্ঠিত এনজিওর মাইজপাড়া শাখার ব্যবস্থাপক হিসাবে অনেকদিন চাকুরী করেছেন বলেও মামুন জানান।