ঢাকা (দুপুর ১:৪৪) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে জেলা এনজিও’র সমন্বয় সভা অনুষ্ঠিত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বুধবার রাত ০১:২১, ১৯ জানুয়ারী, ২০২২

নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সদস্য সচিব রুলি বিশ্বাস।

সভায় অন্যান্য এনজিও’র পাশাপাশি আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আরা পারভীন নিজ প্রতিষ্ঠানের নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

তিনি সভায় জানান, আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত দরিদ্র পুরুষ, নির্যাতিতা নারী ও শিশু, সাধারণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে উন্নয়নমূলক কাজ করে আসছে। সংস্থাটি অসহায় নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ দেয়া সহ বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করে থাকে। শীত মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বিভিন্ন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় নানা স্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে থাকে। এলাকার মানুষকে করোনায় সচেতনতা বৃদ্ধিতে প্রচারণার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করে থাকে। সংস্থাটি খুলনাতে তাদের কার্যক্রম প্রথম চালু করলেও এখন নড়াইলসহ বিভিন্ন জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

আনন্দ ছোয়া দুঃস্থ স্বাস্থ্য ও শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে সভায় আরো জানানো হয় সংস্থাটি আগামীতে হিজলাদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করবে।

সভায় জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক হোসনেয়ারা হ্যাপি, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ডিসি অফিসের অফিস সহকারী মোঃ শরিফুল ইসলাম, বিভিন্ন এনজিওর পরিচালকসহ লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, সাংবাদিক মাহফুজুল ইসলাম, কাজী আল মামুন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT