ঢাকা (রাত ৯:২৭) শুক্রবার, ৩রা মে, ২০২৪ ইং

নিন্ম আয়ের মানুষের পাশে রয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র

বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র
বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র



ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বিশ্বের ২১২ টি দেশ করোনা ভাইরাস
(কোভিড-১৯) এ সংক্রমিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরেও এই মহামারী ঠেকাতে রাষ্ট্রীয় নির্দেশনা মেনে নিন্ম আয়ের মানুষজন ঘরের বাইরে বের হচ্ছে না।

তাদের পাশে দাঁড়িয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান ও গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র।

আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ঘরবন্দি বেশিরভাগ মানুষ এখন কর্মহীন। এ অবস্থায় বেকার, দুঃস্থ, অসহায় ও নিন্ম আয়ের মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিআরডিবি’র চেয়ারম্যান ও তরুণ এই নেতা। ঈদের আগেই গৌরীপুর পৌরসভার প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, আটা, সেমাই, কিসমিস, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রদান করেছেন।

এ প্রসঙ্গে তিনি মুঠোফোনে জানান, আমার সাধ্যমতো এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন। এ সময় তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমাদের পৌরসভায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।

যদি কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তার দাফন-কাফনসহ এবং ওই যাবতীয় দায়িত্বভার গ্রহণ করবো।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT