ঢাকা (রাত ২:০১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাচোলে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১০:২৫, ১১ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৯ মার্চ বুধবার সকাল নয়টার দিকে নাচোল পৌরসভার বাজার পাড়া এলাকায়।

তবে এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগি শিশুর দাদি নাচোল থানায় একটি লিখিত অভিযোগ করলেও অভিযুক্ত যুবককে আটক করতে পারেনি নাচোল থানা পুলিশ।

ভুক্তভোগী ওই শিশু নাচোলের একটি প্রাইমারী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত যুবক একই এলাকার মিজানুর রহমানের ছেলে শাকিল (৩৩)।

এ বিষয়ে ভুক্তভোগি শিশুর দাদি সবিরন নেসা জানান, বুধবার সকাল ৯টার দিকে আমার কাছ থেকে বাজার নিয়ে আসার জন্য আমার পুতিন ছবি (১০) (ছদ্মনাম) বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাজার আসার সময় বাড়ির পাশের শাকিল আমার পুতিনের মুখ চেপে জোরপূর্বক ভাবে তার রুমে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করলে পুতিন ছবি জোরে চিৎকার শুরুকরে। আর এতে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে আমার পুতিনকে ওই বখাটের হাত থেকে রক্ষা করে।

এদিকে পুতিনের শারীরিক অবস্থা খারাপ হলে ওই দিন সন্ধ্যাতেই সকলের পরামর্শে নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দিই। এ সময় শাকিলের উপযুক্ত বিচার দাবী করেন সবিরন নেসা।

এদিকে ভুক্তভোগি ৩য় শ্রেনীর ওই ছাত্রী এই কাতর কন্ঠে বলে, আঙ্কেল গতকাল (বুধবার) আমি বাজার আনার জন্য দাদীর কাছে যাচ্ছিলাম। তখন শাকিল ভাইয়া আমার মুখ চেপে ধরে জোর করে তার ঘরে নিয়ে গিয়ে আমার শরীরে খুব বাজেভাবে হাত দিতে থাকলে আমি ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকি। এতে বাড়ির পাশের লোকজন আমাকে বাঁচায়।

এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগি পরিবার গত বুধবার আমার কাছে এসেছিলো। আমি নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।

তবে এ বিষয়ে নাচোল থানার তদন্ত ওসি আব্দুল অহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে এখনো কেউ কোন অভিযোগ না করায় বিষয়টি নিয়ে বেশি অগ্রসর হতে পারিনি। তবে অভিযোগ হলে মামলা রেকর্ডসহ অভিযুক্তকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT