ঢাকা (সন্ধ্যা ৬:৫৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দূর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্য বাছাই

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার সন্ধ্যা ০৭:৪৫, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রায় ৫৮টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে পিসি, এপিসি সহ প্রায় ৩৮৪জন আনসার ও ভিডিপি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের লক্ষ্যে এসব সদস্য বাছাই সম্পন্ন করা হয়।

বুধবার (২৫শে সেপ্টেম্বর) সাঘাটা উপজেলা পরিষদ চত্ত¡রে ওই সব সদস্যদের বাছাই করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া, সাঘাটা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাহেনা বেগম, ইন্সট্রাকটর জনাব আলী, রাজেশ চন্দ্র, অমলেন্দু সাজোয়াল প্রমূখ।

বাছাই কার্যক্রমে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে পিসি, এপিসি সাধারণ নারী ও পুরুষ আনসার সদস্য প্রাথমিক ভাবে বাছাই করা হয়।

সাঘাটা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন বলেন, যাতে করে সনাতন ধর্মালম্বী মানুষ সারদীয়দূর্গাপূজা উৎসব মূখর পরিবেশে পালন করতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া বলেন, সুষ্ঠ সুন্দর ভাবে আমরা আনসার সদস্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT