ঢাকা (বিকাল ৪:১৮) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ওসি জুনায়েত চৌধুরীকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার দুপুর ০৩:৪৩, ৫ ডিসেম্বর, ২০২৫

দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জুনায়েত চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে দাউদকান্দি উপজেলা অফিসার্স ক্লাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় দাউদকান্দি উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলামকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দাউদকান্দি মডেল থানার ওসি হিসেবে জুনায়েত চৌধুরী একটি প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কাজের মান, আন্তরিকতা ও জনবান্ধব আচরণ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

 

সংবর্ধিত ওসি জুনায়েত চৌধুরী তার বক্তব্যে দাউদকান্দির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দাউদকান্দিবাসি আমাকে সবসময় ভালোবাসা, সহযোগিতা ও সম্মান দিয়েছে। এখানে কাজ করার অভিজ্ঞতা আমার পেশাগত জীবনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT