ঢাকা (রাত ৮:৩৬) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন মোহাম্মদ আবু মুছা

মোঃ কাম্রুজ্জামান মোঃ কাম্রুজ্জামান Clock শুক্রবার বেলা ১২:৫২, ৩০ অক্টোবর, ২০২০

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও জনহিতৈষী ব্যক্তি মো. আবু মুছা। তিনি বৃহত্তর দাউদকান্দি সোসাইটি (ইউএসএ) ইন্ক এর সম্মানিত সভাপতি ও দাউদকান্দি পৌরসভা ওয়েল ফেয়ার সোসাইটি (ইউএসএ) এর সাধারণ সম্পাদক।

তিনিও নির্বাচন করার জন্য হাকডাক করছেন। তার কর্মী সমর্থকরাও তার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন।বিভিন্ন কৌশলে তিনি জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। সদালাপী ও বিনয়ী স্বভাবে কাছে টানেন মানুষকে। তার আচার-আচরণে মুগ্ধ না হওয়ার উপায় নেই। তিনি সাধ্যমতো চেষ্টা করেন সুখে-দু:খে মানুষের পাশে থাকতে। প্রায় এক যুগের বেশি সময় ধরে থিতু হয়েছেন মার্কিনমুলুকে। কিন্তু নাড়ির টানে প্রতি বছরে গ্রীষ্মে স্ব-পরিবারে ফিরে আসেন দেশে। দেশে আসলে সময় দেন দূরের মানুষ, কাছের মানুষদের। খোশ গল্পে মেতে ওঠেন আপনজন ও বন্ধুবান্ধব নিয়ে। প্রবাসের এতো সুখ আর এতো আয়েশী জীবন তিনি ত্যাগ করতে চান। আর এ ত্যাগের একটাই মূল কারণ, আষ্টেপৃষ্ঠে জড়াতে চান পাড়া-প্রতিবেশি তথা দাউদকান্দি পৌরবাসির সাথে।

কন্টাকীর্ণ এ পথ ততোটা মুসৃন নয় যেনেও মানব প্রেমের মায়াজালে আবদ্ধ হয়ে কাছে-দূরের কিংবা শুভানুধ্যায়ীদের অনুরোধে আকস্মিক দাউদকান্দি পৌরসভা থেকে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। শাহপাড়া গ্রামের ভোটার ফিরোজ মিয়া বলেন, ” নির্বাচনে আবু মুছা’র মতো একজন ভালো মনের মানুষ অংশগ্রহণ করবে শুনে আমি খুশি হয়েছি। তার মতো লোকগুলো জনসম্পৃক্ত কাজে জড়িত থাকা প্রয়োজন। একটি আদর্শ সমাজ গড়তে হলে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন সেটা তার মধ্য আছে।আমি তাকে শুভকামনা করছি।” দোনারচর চর গ্রামের মহসিন সরকার জানান,” নির্বাচনে অংশ গ্রহণ গণতান্ত্রিক অধিকার। আবু মুছা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করবে শুনেছি আমি তাকে সাধুবাদ জানাই।

তারিক নামের এক তরুণ বলেন,” জনগণের জন্য সরাসরি কিছু করতে একটা ফ্লাটফর্ম দরকার হয়।সে ফ্লাটফর্মটা হলো জনপ্রতিনিধিত্ব করা। এতে জনগণের জন্য অনেক কিছু করার সুযোগ তৈরী হয়। যদি মানুষের ভালোবাসা ও আস্থা তৈরী হয় হয়তো আবু মুছার মাধ্যমে মানুষের জন্য কিছু করার সুযোগ আসবে।” মোহাম্মদ আবু মুছা জানান,” আমার যারা শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব আছে তারাসহ সাধারণ মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে একটি পজিটিভ বার্তা দিয়েছে বলেই আমার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে জেগেছে। আমি চাই,আসন্ন পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটুক।

আমি দাউদকান্দি পৌরসভার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাই।আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যেনো আপনাদের পাশে থাকতে পারি, আল্লাহ যেনো আমাকে তাওফিক দেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT