ঢাকা (সকাল ৮:৪৮) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

তিতাসে ৩৬দিনেও অধরা ধর্ষক ॥ নিরাপত্তা হীনতায় গ্রামছাড়া ধর্ষিতীর পরিবার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার সকাল ১০:১৩, ১ নভেম্বর, ২০১৮

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা): কুমিল্লার তিতাসে স্বামী পরিত্যাক্তাকে ধর্ষণের ঘটনায় আল আমিন (৩০) নামে ১ যুবকের বিরুদ্ধে মামলা করায় আসামী পরিবারের হুমকির মুখে গ্রাম ছাড়া এখন ধর্ষিতার পরিবার। ঘটনায় শাক্ষি হওয়ায় মোশারফ হোসেন নামে ১জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা চেষ্ঠারও অভিযোগ উঠে ধর্ষণকারীর পরিবারের বিরুদ্ধে। মামলা দায়েরের ৩৬ দিনেও একমাত্র ধর্ষক গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তা হীনতায় রয়েছে পরিবারটি। তবে পুলিশ বলছে মামলার বাদীকে খোঁেজ পাচ্ছে না এবং তারা নিরাপত্তা হীনতায় কি-না, পুলিশকে কিছুই জানানো হয়নি।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপী গ্রামের সরকার বাড়ির হালিম সরকারের তালাক প্রাপ্তা স্ত্রী ও একই গ্রামের ব্যবসায়ী মো. মোশারফ হোসেনের মেয়ে ভিকটিম সন্তানদের নিয়ে পিতার আশ্রয়ে বসবাস করে আসছে। এরই সুবাধে প্রতিবেশী শরীফ আলী খানের ছেলে আল আমিন খানের কুনজর পরে এবং রাস্তাঘাটে কুপ্রস্তাব দিতে থাকে। সুযোগ বুঝে গত ১৬ সেপ্টেম্বর রাতের কোন এক সময় ভিকমের বসত ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ভিকটিমের হাত-মুখ বেধে ফেলে। এরপর মহিলা জেগে গেলে তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন। উভয়ের দস্তাদস্তির এক পর্যায়ে ভিকটিমের ১৭ মাস বয়সি শিশু মেয়ে জেগে উঠে শোর-চিৎকার দিলে পাশের রুম থেকে পিতা মোশারফ হোসেন দরজা খুলে ডুকার সময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় বিচার না পেয়ে মোকাম কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত নং-৩ অভিযোগ দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে অফিসার ইনচার্জ তিতাসকে মামলাটি এফআইআর হিসেবে রুজু করার আদেশ দেন। আদালতে নির্দেশে আল-আমিনকে একমাত্র আসামী করে তিতাস থানায় মামলা নং ৯/ তাং ২৪.০৯.১৮ইং রুজু করা হয়। তবে মামলা রুজুর ৩৬ আসামী গ্রেফতার না হওয়ায় এবং আসামী পরিবারের নানাহ হুমকির মুখে গ্রাম ছাড়া রয়েছে ধর্ষিতার পরিবার। সবশেষ গত ২০ অক্টোবর মামলার শাক্ষি মোশারফ হোসেনকে মোবাইল ফোনে ডেকে এনে মৌটুপী স্ট্যাশনে প্রকাশ্যে পিটিয়ে হত্যার চেষ্ঠা করে। তবে আসামী পক্ষের লোকজন অভিযোগ করে মোশারফ হোসেন তাদের দোকানে হামলা দিলে সে আহত হয়।
গ্রামবাসীর সাথে কথা হলে ইসলাম মেম্বার, শামিম খান, মনির খানসহ অনেকেই বলেন, ধর্ষণের বিষয়টি আমরা পরিস্কার বলতে পারবো না। তবে আল আমিন অনেক ভালো ছেলে। পক্ষান্তরে মেয়েটির একাধিক বিবাহ এবং বিবাহ ভহির্ভূত কেলেঙ্কারী রয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এবিষয়ে তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম দৈনিক সংবাদকে বলেন, আমরা আদালতের নির্দেশে ধর্ষনের অভিযোগে মামলা নিয়েছি এবং মামলা তদন্তাধীন। বাদি কোথায় তাকে তা আমরা জানি না। শাক্ষির উপড় হামলা কিংবা তারা নিরাপত্তা হীনতায় কিনা সে বিষয়েও আমাদের কিছু জানায়নি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT