ঢাকা (রাত ৪:০৪) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৫, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নীলক্ষেতে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদলের দবি, হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হামলার ঘটনা অস্বীকার করেছে ছাত্রলীগ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল ছাত্রদলের। ওই সাক্ষাতে তারা শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপাচার্যের কাছে উত্থাপন করতে চেয়েছিলেন।

এক অভিযোগ বলছে, গতকাল সোমবার ছাত্রদলের পক্ষ থেকে এ কথা বলার পরপরই শিক্ষার্থীদের সমস্যা-সংকট সমাধানে উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। এরপর আজ হামলার ঘটনা ঘটল।

প্রত্যক্ষদশীদের তথ্য অনুযায়ী, আজ বিকেলে ক্যাম্পাসে ঢুকছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর সংঘবব্ধভাবে চড়াও হতে দেখা যায়। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে শুনেছি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার ঘটনা ঘটলে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটতে শুরু করলেও মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে লাঠি দিয়ে বেধড়ক মারতে থাকে। এদের মধ্যে এফ রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।

ছাত্রদল বলছে, হামলার ঘটনায় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ হামলাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে আরিফুল ইসলাম বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে, ছাত্রদলের ওপর হামলার ঘটনা গণমাধ্যমে অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT