ডাকসু নির্বাচনে সাদিক ও ফরহাদ জনপ্রিয়তায় শীর্ষে
হোসাইন মোহাম্মদ দিদার
রবিবার রাত ১১:২৬, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা থেকে ফিরেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-২৫ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের আড্ডা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু—কে হচ্ছেন ঢাবির পরবর্তী ভিপি ও জিএস?
শিক্ষার্থীরা বলছেন, এবার তারা এমন নেতৃত্ব চান যারা সত্যিকারের প্রতিনিধিত্ব করবেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা করবেন এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। সবার মুখে একটাই প্রশ্ন—কার হাতে যাচ্ছে ডাকসুর ভিপি ও জিএস পদের দায়িত্ব?
জনপ্রিয়তার শীর্ষে সাদিক ও ফরহাদ
সর্বশেষ দেশি-বিদেশি জরিপ ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের মতামত জরিপে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এসএম ফরহাদ হোসেন এখন শিক্ষার্থীদের আস্থা ও পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন। ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যালট নম্বর ২২ নিয়ে।
জিএস প্রার্থী এসএম ফরহাদ হোসেনও শিক্ষার্থীদের মধ্যে সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। তার ব্যালট নম্বর: ০৪।
ইশতেহারে কী থাকছে?
সাদিক ও ফরহাদ দু’জনই নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের মৌলিক অধিকার, হলের সিট বরাদ্দে স্বচ্ছতা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সারাদেশে আলোচনা:
শুধু ঢাবি নয়, সারাদেশের সাধারণ মানুষও এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনায় ঘুরে বেড়াচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রার্থীদের ভবিষ্যৎ ভিশন।
শিক্ষার্থীরা আশা করছেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সত্যিকারের যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে দেশের নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে।
দেশ-বিদেশি জরীপে এজিএস পদে ভোটাররা কাকে বেছে নিবেন এ বিষয়টি তারা (শিক্ষার্থীীরা) এখন ঠিক করেননি। এই প্যানেলে মুহা. মহিউদ্দিন ১৪ নম্বর ব্যালট নিয়ে এজিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


