ঢাকা (রাত ৩:২৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জামাইয়ের মৃত্যুর সংবাদে শশুরের মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার সন্ধ্যা ০৬:৫০, ২০ জুলাই, ২০২০

মোরশেদ আলাম, যশোর প্রতিনিধি: যশোরে জামাতার মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শ্বশুর। রোববার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জামাতা আব্দুল্লাহ আল মামুন (৩০) যশোর শহরের ঝুমঝুমপুরে স্কুলপাড়ার শহর আলীর ছেলে এবং শ্বশুর আব্দুল খালেক (৭০) সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার বাসিন্দা। মামুন যশোর শহরের ‘চৌধুরী গোল্ড’ নামে একটি সোনার দোকানে চাকরি করতেন। মামুনের বন্ধুরা জানান, শ্বশুর আব্দুল খালেক দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তার শ্বাসকষ্ট ও অ্যাজমা বেড়ে গেলে রোববার (১৯ জুলাই) রাত আটটার দিকে জামাই আব্দুল্লাহ আল মামুন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। যশোর-নড়াইল রোডের নীলগঞ্জ ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মামুনের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শ্বশুরের জন্য অক্সিজেনের সিলিন্ডার নেওয়ার পথে মামুনের মৃত্যুর সংবাদ পৌছলে আব্দুল খালেক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজুরুল ইসলাম খোকন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধ আব্দুল খালেক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT