ঢাকা (বিকাল ৪:৪৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত,আহত ৩

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার রাত ১০:৪৮, ১১ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ি সড়কের ঝিকড়া কাটাকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি গরু ভর্তি নসিমন উল্টে একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ গরু ব্যবসায়ী।

নিহত গরু ব্যবসায়ী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জোনাকী গ্রামের সুরত আলী মীরের ছেলে আব্দুস সাত্তার (৫০)। আহতরা হলেন, একই উপজেলা ও গ্রামের কবীর মন্ডলের ছেলে আব্দুল হালিম (৪২) এবং সোহরাব হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩০)।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে নাচোল রাজবাড়ি সড়কের ঝিকড়া কাটাকুড়ি এলাকায় গরুর গাড়িকে সাইড দিতে গিয়ে গরু বোঝাই একটি নসিমন ভূটভুটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

তিনি আরো জানান, নিহত ও আহত ব্যক্তিরা প্রত্যেকেই গরু বোঝাই ভুটভুটি নিয়ে খড়িবাড়ি থেকে সোনাইচন্ডী হাটে গরু বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুস সাত্তার মারা যান। পরে থানা পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT