ঢাকা (রাত ১:২৭) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার;আটক ১

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার ১২:৩২, ২১ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে অভিযান পরিচালনা করে ওয়ান শুটারগান ও গুলি জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক যুবককে আটক করে র‌্যাব-৫। র‌্যাবের দাবী আটক যুবক একজন অস্ত্র ব্যবসায়ী। আটক যুবক সদর উপজেলার নয়নশুকা কাঁঠালিয়াপাড়া এলাকার মৃত আজহার আলী ও সুফিয়া বেওয়ার ছেলে জামিরুল ইসলাম (২৮)।

এ বিষয়ে র‌্যাব-৫ মিডিয়া উইং জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার ৬ নং রানীহাটি ইউনিয়নের নাহালা ফিলিং স্টেশনের পূর্ব পাশে মন্ডল হোটেলের পিছনে অভিযান পরিচালনা করে ৩টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ব্যবহার্য জিনিসপত্রসহ অস্ত্র ব্যবসায়ী জামিরুলকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জামিরুল আগ্নেয়াস্ত্রগুলো অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে এবং এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT