ঢাকা (সকাল ৬:৪২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত;আহত ৭

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০১:১১, ১৯ মে, ২০২২

নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জে বাসায় ফেরার পথে ট্রাক উল্টে নিহত হয়েছেন তিন শ্রমিক। এ ঘটনায় আরও ৭ জন ধানকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

গত বুধবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল নামক জায়গায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ি মৃত মুনসুর আলীর ছেলে মন্টু আলী (৪০), একই উপজেলার দুখুর মোড় কুথানিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে বুলবুল (৩৫) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতের রশিয়া চামা গ্রামের নওশেদ আলীর ছেলে আসাদুল ইসলাম (২৬)।

নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জের একদল ধানকাটা শ্রমিক নওগাঁয় ধান কাটতে গিয়েছিলো। ধানকাটা শেষে ট্রাক বোঝাই ধান নিয়ে বাসায় ফিরছিল। আমনুরা-নয়াগোলা রোডের পাওয়েল নামক স্থানে আসলে ধানবোঝাই ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় বুলবুল।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় বাকি ধানকাটা শ্রমিকদের ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মন্টু আলী। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রামেক হাসপাতালে যাওয়ার পথে মারা যায় আসাদুল ইসলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT