ঢাকা (রাত ৪:২২) শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার রাত ১১:১৪, ২৯ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে এনআরবিসি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ধানমহাল এলাকার হাজী জাফর আলী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান এনআরবিসি ব্যাংক পিএলসি গৌরীপুর উপশাখার উদ্বোধন করেন।

 

এ সময় প্রধান অতিথি ইউএনও বলেন, গৌরীপুর উপজেলায় শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও এনআরবিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করছি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংক ময়মনসিংহ পিএলসি শাখার জোনাল হেড নাহিদুর রহমান। সঞ্চালনা করেন এনআরবিসি ব্যাংক নেত্রকোনা পিএলসি শাখার ব্যবস্থাপক সুমন পাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনআরবিসি ব্যাংক পিএলসি গৌরীপুর উপশাখার ব্যবস্থাপক আতিকুর রহমান ফারুক, পূর্বধলা উপশাখার ব্যবস্থাপক হাসিবুর কবির হিমেল, ঈশ্বরগঞ্জ উপশাখার হেলাল উদ্দিন, মুক্তাগাছা উপশাখার ব্যবস্থাপক মতিউর রহমান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির মাহবুব আলম ফারুখ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, জি নিউজের পরিচালক ফারুখ আহাম্মদ, সাংবাদিক শামীম খান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT