গানে-কবিতায় গৌরীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বুধবার রাত ১০:৫৭, ৩১ মার্চ, ২০২১
‘আমরা সুন্দর হবো’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় ও চাঁদের হাট শিশু, কিশোর ও যুব সংগঠন, গৌরীপুর শাখার যৌথ উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বুধবার (৩১ মার্চ) বিকেল ৪.৩০ মিনিটে স্থানীয় স্মৃতিসৌধ বিজয়’৭১ প্রাঙ্গণে উদযাপন করেছে।
সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদের হাটের গৌরীপুর শাখার সভাপতি ম.নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সরকার শুদ্ধ সঙ্গীত নিকেতন এর প্রতিষ্ঠাতা পরিচালক আঃ মালেক সরকার, অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর আবৃত্তি পরিষদের সদস্য-সচিব শেখ মোঃ বিপ্লব, গৌরীপুর উদীচী’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল মন্ডল, রেখা সাহা, সোমা হালদারসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে চাঁদের হাট গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন এর নেতৃত্বে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের বিপ্লবী গান পরিবেশন করেন গোপা দাস, অনামিকা সরকার, রেখা, আশিকুর রহমান রাজীব, মোঃ রফিকুল ইসলাম রবি, কৃষ্ণা সরকার জয়া, আরমান এবং কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক সেলিম আল রাজ।