ঢাকা (সকাল ১০:৩১) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে RT-PCR ল্যাব স্থাপন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:২৫, ৩১ মে, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে RT-PCR ল্যাব চালু হয়েছে। রোববার (৩১ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়। RT-PCR ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনা পরীক্ষা করা যাবে।
ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণও করা যাবে। RT-PCR ল্যাব চালু করা উপলক্ষে রোববার (৩১ মে) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে PCR ল্যাব স্থাপনের কার্যক্রম এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT