ঢাকা (সকাল ১১:৫৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ১১:২৮, ১৮ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে; নূরনবী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের দিনমজুর মফিজল হকের পুত্র। সে বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় প্রতিবেশি জাহাঙ্গীর আলমের জমিতে কোদাল দিয়ে মাটি কাটছিলেন নূরনবী। বৈদ্যুতিক খুঁটির টানা তারে কোদাল লাগলে; তার খুলে ফেজে লাগলে বিদ্যুতায়িত হয় ওই শিক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটির টানা তারের গোড়ায় মরিচা ধরায় কোদাল লাগলেই তার ছিড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এলাকাবাসী দীর্ঘ সময় বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুড়িগ্রামে-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সোহানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জানার পর লোক পাঠিয়ে দিয়ে খুঁটির টানা ঠিক করে দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে; মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT