ঢাকা (সন্ধ্যা ৬:১১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইবিতে বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:০১, ১৮ জুন, ২০২০

রাসেল মুরাদ, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) বোটানিক্যাল গার্ডেনে চলতি মৌসুম জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর প্রায় ১টার দিকে কর্মসূচির উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান, উপ-রেজিস্ট্রার (এস্টেট) মোঃ সাইফুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কর্মসূচিতে বিভিন্ন জাতের ভেষজ উদ্ভিদ যেমন নীম, নিসিন্দা, বহেরা, হরিতকি, বাসক, ছাতিম, কালোমেঘ, অশোক ইত্যাদি;

ফলের গাছ যেমন শরীফা, জয়তুন, মাল্টা, আপেলকূল, ড্রাগন ফল, চেরী, বেদানা, নাশপাতি, কালো আঙ্গুর, পিচফল ইত্যাদি;

মসলা জাতীয় উদ্ভিদ যেমন গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ইত্যাদি;

ফুলের গাছ যেমন পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাঁপা ও কামিনীসহ এসব উদ্ভিদের চারা ও বীজ পুরো মৌসুম জুড়ে রোপণ হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT