আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ৫ শতাধিক বানভাসি পরিবার পেল কুুরবানীর গোশত
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সোমবার বেলা ১২:১৯, ৩ আগস্ট, ২০২০
আল-খায়ের ফাউন্ডেশন পবিত্র ঈদ-উল-আযহা ২০২০ উপলক্ষ্যে ৫ শতাধিক বিভিন্ন চরাঞ্চালের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কুুরবানীর গোশত বিতরণ করেন। ঈদের দ্বিতীয় দিন রবিবার (০২ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সদর উলিপুর পৌরসভায় নারিকেল বাড়ী পূর্ব ছড়ার পাড়ে ৩ টি ষাঁড়, হাতিয়া ইউনিয়নের চর গুজিমারিতে ৩ টি ষাঁড় ও দলদলিয়া ইউনিয়নে অর্জুন তিস্তার পাড়ে ৩ টি মোট ৯ টি ষাঁড় কুুরবানী করে গোশত বিতরণ করা হয়েছে।
হাতিয়া ইউনিয়নে গুজিমারীর চরে গোশত বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার,উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, আল- খায়ের ফাউঃ প্রকল্প কর্মকতা মোজাম্মেল হক তন্ময়, সিনিয়র সাংবাদিক উলিপুর প্রতিনিধি সমকাল মোন্নাফ আলী, উলিপুর প্রতিনিধি প্রতিদিনের সংবাদ সাজাদুল ইসলাম, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।