নওগাঁর মান্দার ১টি বসতবাড়িতে অগ্নিকান্ড
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ১০:১৩, ২৭ নভেম্বর, ২০১৯
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১টি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । জানা গেছে, বাড়িতে রাখা পাটের লাকড়ি (শিনট) থেকে গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে এবসতবাড়ির টিনের ছাউনি পুড়ে যায়। গতকাল মঙ্গলবার সাড়ে ১২ টা বা পনে ১ টার দিকে একবার এবং রাত দেড়টা বা ২ টার দিকে একবার মোট দু-দফায় উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর (ব্যাড়া পাড়া) গ্রামের জহুর আলী দেওয়ানের ছেলে নজরুল দেওয়ানের এর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ঘটনার স্বীকার নজরুল দেওয়ান আলী জানান, বাড়িতে আগুন লাগায় শয়ন ঘরের টিনের ছাউনীসহ তার প্রায় ৫০ টাকার মালামালের ক্ষতি হয়েছে। পারিবারিক শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পক্ষ আমাকে ঘায়েল করতে এমনটি ঘটিয়েছন বলে তার ধারনা।
স্থানীয়রা আগুন লাগার ঘটনা নওগাঁ ফায়ার সার্ভিস ষ্টেশনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসি এবং প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রনে আনে। পরে আগুন নিয়ন্ত্রনে আর ফায়ার সার্ভিসের ইউনিটকে ঘটনাস্থলে আসতে হয়নি।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।