ঢাকা (রাত ৯:৪৪) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নওগাঁর মান্দায় উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থী এমদাদুল হক মোল্লার জয়

<script>” title=”<script>


<script>

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে ৬৫ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোল্লা এমদাদুল হক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মকলেছুর রহমান মকে পেয়েছেন ১৪ হাজার ৯১ ভোট। উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ৫১ হাজার ২০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি।

সংশ্লিষ্ট সুত্র জানায়, উপজেলার ১৪ টি ইউনিয়নের ১০৮টি ভোটকেন্দ্রে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেলে ৫ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন ও নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ১৭৮ জন।

উল্লেখ্য, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন মৃত্যুর পর এ পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT