নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আবু ইউসুফ,নওগাঁ
রবিবার দুপুর ০৩:৪১, ১ নভেম্বর, ২০২০
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৪৫) নামে এক পেয়ারা বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার ( ১ নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ আলী নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউপি’র চকশ্যামরা গ্রামের শুটকা দেওয়ানের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, মোহাম্মদ আলী কুসুম্বা থেকে ভ্যানযোগে পেয়ারা বিক্রয়ের উদ্দেশ্যে মান্দা উপজেলার দেলুয়াবাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে নওগাঁ- রাজশাহী মহাসড়কের হাজী গোবিন্দপুর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী হতে ছেড়ে আসা নওগাঁ গামী একটি মাইক্রো তার ভ্যানে ধাক্কা দিলে সে ভ্যান থেকে ছিটকে পরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান নিহত মোহাম্মদ আলীর পরিবার হতে কোনো মামলা না করায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি পালিয়ে যায় এতে আটক করা সম্ভব হয়নি।