শিশু হাসানুর বাঁচতে চায়
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ০২:৩৭, ২৬ নভেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরের ৪ বছর বয়সের ফুটফুটে শিশু হাসানুর রহমান দীর্ঘদিন থেকে মারাত্নক ব্যাধিতে আক্রান্ত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজী বিভাগের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রবীন্দ্রনাথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন শিশুটির হার্ট ফুটো হয়েছে। পরে তাকে ঢাকা ইমপাল্স হাসপাতালের চিকিৎসক ডাঃ একেএম মঞ্জুরুল আলমের কাছে প্রেরণ করেন। সেখানেও পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক একই কথা জানান এবং দ্রুত অপারেশন করার পরামর্শ দেন।
চিকিৎসক জানান, হাসানুরের অপারেশন করতে ৩ লাখ টাকা খরচ হবে। কিন্তু এ বিপুল পরিমাণ অর্থ অসহায় পিতা-মাতা আমিনুল ইসলাম ও হাসিনা বেগমের পক্ষে ব্যয় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে শিশু সন্তান হাসানুর রহমানকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন। সহায়তার জন্য হাসানুর রহমানের মা হাসিনা বেগম মোবাইল ও বিকাশ ০১৩০১-১৯৬৩৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হল।