ঢাকা (সন্ধ্যা ৭:০৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অপহৃত ওয়ারেন্টভূক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১১, ২৩ জানুয়ারী, ২০২৫

ঢাকা থেকে অপহরণের ৩ দিন পর রোকনুজ্জামান খান (৪০) নামের এক ব্যবসায়ীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গাবতলা মোড়ের একটি সাততলা ভবনের ছয়তলার একটি ফ্লাটের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। তবে তার বিরুদ্ধে রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রতারণার অভিযোগে একাধিক মামলা আছে বলে জানান ওসি রইস উদ্দিন।

 

অপহরণ বিষয়ে উদ্ধার রোকনুজ্জামান খান জানান, চলতি মাসের ১৯ জানুয়ারী রবিবার রাতে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত নয়াগোলা এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার সুপার আব্দুর রাকিব ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয়। পরে পথে তার নাকে চেতনানাশক রুমাল ধরলে তিনি অজ্ঞাণ হয়ে যান। অপহরণের পরের দিন সোমবার জ্ঞাণ ফিরলে তিনি নিজেকে একটি ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। এদিকে সোমবার দুপুর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অপহরণকারীরাতাকে রুমে আটকে রেখে ব্যাপক মারধর করে। কিন্তু বুধবার সকালে অপহরণকারীরা ফ্লাটে তালা মেরে চলে গেলে কৌশলে রোকনুজ্জামান জানালা খুলে চিৎকার করে পাশের ভবনের লোকজনকে সব জানিয়ে সহযোগিতা চান। এ সময় তারা ৯৯৯ এ কল দিলে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ এসে ফ্লাটের তালা ভেঙে উদ্ধার করে তাকে।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, একজন মানুষকে অপহরণ করে রাখা হয়েছে এমন খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্লাটের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

 

ওসি রইস উদ্দিন আরো বলেন, রোকনুজ্জামান ঢাকার মগবাজারে বসবাস করলেও তিনি রাজশাহীর বাসিন্দা। তিনি নিজেও একজন প্রতারক। উদ্ধারের পর রোকনুজ্জামানকে থানায় নিয়ে আসলে অনেক ভুক্তভোগী থানায় এসে তারা মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন। খোঁজ নিয়ে জানা যায় রাজশাহীর চন্দ্রিমা থানার দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। পরে সেই ওয়ারেন্টের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ আসামী রোকনুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা থেকে নিয়ে গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT