উলিপুর পৌরসভার উপ-প্রকল্প উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম রবিবার রাত ০১:৩২, ২৪ জুলাই, ২০২২
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার উপ-প্রকল্প উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পৌর অফিসে শহর অবকাঠামো উন্নয়ন কার্যক্রম (ইউজিআইআইপি-৩), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
প্রকল্পের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন, এলজিইডি ঢাকা এর সিনিয়র স্থপতি হেলাল উদ্দিন।
বক্তব্য রাখেন, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক স ম আল মামুন সবুজ, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উলিপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা শাহীনুল ইসলাম, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি, সাংবাদিক সাজাদুল ইসলাম সাজু, উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, পৌর কাউন্সিলর, সাংবাদিক, সূধিজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।