ঢাকা (বিকাল ৫:২৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


নড়াইলে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও অগ্নিসংযোগ জঙ্গীবাদী শক্তির অপতৎপরতা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock বৃহস্পতিবার রাত ০২:১৬, ২১ জুলাই, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গীবাদী-মৌলবাদী শক্তি ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা অগ্নিসংযোগ কর্মকান্ড ওই সন্ত্রাসীগোষ্ঠি, জঙ্গীবাদী-মৌলবাদী শক্তিরই অপতৎপরতা।

সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠি রাজনৈতিক ফায়দা লুটতে এদেশকে একটি সাম্প্রদায়িক দেশ করবার অপচেষ্টায় আছে। যারা দেশকে অস্থীতিশীল করতে চায়, যারা নিরীহ মানুষের ক্ষতিসাধন করে তারা দেশের শত্রু। শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিতভাবে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। যারা সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে খুব তাড়াতাড়ি তাদের মুখোশ উম্মোচন করা হবে। দ্রুতই তাদের বিচার করে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (২০ জুলাই) দুপুরে নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের সাহাপাড়াস্থ রাধাগোবিন্দ মন্দিরে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মন্দির পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে; অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম ওহিদুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন প্রমুখ।

ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান দেন।

সূত্র জানায়, মহানবী হজরত মোহাম্মদ(সাঃ)-কে নিয়ে ফেসবুকে কটুক্তি করা নিয়ে, গত শুক্রবার বিকালে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে কটুক্তিকারীর বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। উত্তেজিত জনতা সাহাপাড়ার কয়েকটি বাড়ি ও মন্দির ভাংচুর সহ একটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, বর্তমানে দিঘলিয়া এলাকার পরিবেশ শান্ত। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT