ঢাকা (দুপুর ১:৫১) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


অলীক প্রণয়: লিখেছেনঃ জান্নাত তায়েবা

কবিতা ২৭০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার সন্ধ্যা ০৭:১৫, ১৫ জুলাই, ২০২২

অলীক প্রণয়

কলমে-জান্নাত তায়েবা


আমার চোখের পলকে

একেঁ ছিলাম তোর ছবি,

তোর প্রণয়-সন্তরণে হতে

চেয়েছি যে কবি,

তুই ছিলি আমার ভালোবাসা

তুই ছিলি গোপন আশা

তুই এখন আমার কাছে মৃত্যুনেশা।

 

তোকে নিয়ে বাঁধবো বলে প্রণয়গৃহ

ছুঁয়ে ছিনু চন্দ্রপ্রভার দেহ,

মিথ্যে স্বপ্নে নিদারুণ

ভেসেছি আমি,

অলীক প্রণয়ে ভেসেছি

যন্ত্রণার বক্ষ চুমি।

 

তুই এখন মুক্ত দিগন্তের পাখি

তোরে ছাড়া নিজেরে গুছিয়ে রাখি,

বেশ আছি দিগন্তের সমাপ্তি সভায় একা

তোরে বিয়োজন রেখে সখা,

আমি যে এখন আলোকবর্ষ দূরে

আর ডাকিস না

বেদনার ক্লান্তি ঝেড়ে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT