ঢাকা (সকাল ৬:৩০) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে পরিবেশের ভারসাম্য নিয়ে উন্মুক্ত আলোচনা ও গাছের চারা বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার ১২:০৯, ১২ জুন, ২০২২

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে ‘‘পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজন জনসচেতনতা’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অন্যচিত্র উন্নয়ন সংস্থার আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় শনিবার (১১ জুন) বিকালে গৌরীপুর পৌরসভার শহীদ মঞ্জু সড়ক এলাকার এনটিটি মডেল স্কুল হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সমাজকর্মী ও গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী ইমন সরকার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ষাটজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব এবং জনসচেতনতার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।

উন্মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT