উলিপুরে বেগম রোকেয়া দিবস পালিত
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫১, ৯ ডিসেম্বর, ২০২১
“নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস), ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং নারী সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা ও বিভিন্ন কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ৫ জন জয়িতা নারীকে সনদপত্র, ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, স্বপন সরকার ভকত, ইসফাতুল কবির, ফরিদা ইয়াসমীন, জয়িতাদের মধ্যে রিতা রানী সেন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় শিল্পী আমিনুল ইসলামের রচনায় একটি শিক্ষামূলক গীতি আলেখ্য পরিবেশিত হয়।