ঢাকা (রাত ১:৩৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে মন্দির ভাংচুর, সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়ি-ঘর লুটপাতের প্রতিবাদ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার সকাল ১১:৫৩, ১৩ আগস্ট, ২০২১

ধর্ম অবমাননার জিগির তুলে খুলনা জেলার রূপসার শিয়ালী গ্রামের হিন্দুপাড়ায়,পটুয়াখালী জেলার কলাপড়া উপজেলার রাখাইন এলাকায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনের পাশে গুচ্ছগ্রামে হিন্দুদের ওপর হামলা, টংপাড়া পবিত্র মন্দিরে নোংরা মল-মূত্র ছিটিয়ে অপবিত্র করাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এ উপলক্ষ্যে ১১ আগস্ট বুধবার বিকালে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের হুজরাপুর জলযোগ মোড়ে পুরাতন মুক্তিযোদ্ধা অফিসের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও জেলার সকল হিন্দু সংগঠন।

এ সময় মানববন্ধন চলাকালে দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান সরকারের কাছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, মহিলা সম্পাদক রঞ্জনা বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমল ত্রিবেদী ও জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, সদস্য সমিত চট্টোপাধ্যায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আহবায়ক পলাশ প্রামাণিক ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নেতা কেশব চ্যাটার্জী। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল।

মানববন্ধনের শুরুতে শ্রীশ্রী মদভাগবত গীতা পাঠ করেন নিত্যনন্দ দাস।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT