চাপাইনবাবগঞ্জে চালককে মারধরের সংবাদ প্রকাশে মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার সন্ধ্যা ০৬:১২, ২৭ জুলাই, ২০২১
বিভিন্ন স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আক্তার। সোমবার ২৬ জুলাই রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য প্রদান করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কূচক্রিমহল ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এরই অংশ হিসেবে সোমবার সকালে একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে গুজব রটাচ্ছে।
তিনি জানান,২৬ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা নির্বাহী অফিসার ঘুঘু ডিমা এলাকায় গেলে আমাকেও সেখানে জরুরিভাবে যাওয়ার প্রয়োজন পড়ে এবং আমি উপজেলা পরিষদের কৃষি অফিসের সামনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোসিকুল ইসলাম তসি মহোদয়ের গাড়ী চালককে বলি আমার খুব জরুরীভাবে সেখানে যেতে হবে। কিন্তু ড্রাইভার এই কথা শুনে আমাকে বলে আপনাকে চেয়ারম্যানের অনুমতি ছাড়া নিয়ে যেতে পারবোনা। পুনরায় তাকে অনুরোধ করলে সে আমার সাথে অসাদাচারণ করে এবং চাবি আমার হাতে দিয়ে উচ্চস্বরে বলে আপনি গাড়ী যাকে দিয়ে পারবেন তাকে দিয়ে গাড়ি নিয়ে যান। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করি এবং গাড়ির চাবী আমার সাথে থাকা ছাত্রলীগের ছেলেদের দিয়ে ঐ চাবী ড্রাইভারকে দিয়ে দিতে বলি।
নাসরিন আরো বলেন,তবে আমি চলে আসার পর সেখানে কি ঘটেছে সে বিষয়ে আমি অবগত নয়। পরে স্থানীয় ও অনলাইন বিভিন্ন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ দেখে আমি পরবর্তী বিষয়গুলো সম্পর্কে অবগত হই।
এছাড়াও তিনি বলেন উপজেলা চেয়ারম্যান আমাকে এই বিষয় নিয়ে কোন আলোচনা ছাড়াই ছাত্রলীগের ছেলেদের নামে নিজে থানায় গিয়ে মামলা করেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে সংবাদ করিয়েছেন।এতে করে আমার মানসম্মান ক্ষুন্ন হয়েছে। আর তাই আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সাংবাদিকেদর এক প্রশ্নের জবাবে মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার বলেন, পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে মত-বিরোধ থাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার আত্ম মর্যাদা ক্ষুন্ন করেছেন চেয়ারম্যান তসি। আর তাই আমিও এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিব তবে সেটা অবশ্যই দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।