উলিপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রশাসনের অভিযান
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম বৃহস্পতিবার রাত ১০:০১, ১ জুলাই, ২০২১
কুুুুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০১ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূূূমি) আশরাফুুল আলম রাসেল’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উলিপুর থানার পুলিশ সদস্যগণ এ আনসার বাহীনি অভিযানে সহায়তা করেন।
উলিপুর পৌর শহর, দূর্গাপুর, চৌমুহনী, অন্তপুরসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার দায়,মাস্ক না পড়া ও বাজারে অহেতুুুক ঘোরাফেরার দায়ে ১৬টি মামলাসহ কয়েকজনকে ৮ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূূূমি) আশরাফুুল আলম রাসেল তথ্যটি নিশ্চিত করে জানান,স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।