ঢাকা (দুপুর ২:০১) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপবৃত্তির টাকা আত্মসাৎ,১১ সন্তানের জনক সেই প্রধান শিক্ষক বরখাস্ত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৮, ১ জুলাই, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ভূয়া অভিভাবক সেজে ১৭ শিক্ষার্থীর ৩১ হাজার ৮৫০ টাকা আত্মসাতের ঘটনায় ১১ সন্তানের জনক মাহবুবার রহমান নামে সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার (৩০ জুন) রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল ) বিধিমালা,২০১৮ এর ৩ (খ), (ঘ) ধারায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, উপজেলার মাদারটারী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত উপবৃত্তির তালিকায় তিনি, তার স্ত্রী সাবিনা বেগম, ছেলে সাদেকুল ইসলাম এবং মাইনুল ও মেহেদী নামে দুই শ্যালকের মোবাইল নম্বর দিয়ে ভূয়া অভিভাবক সেজে ৩১ হাজার ৮৫০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মোসলেম উদ্দিন নামে এক অভিভাবক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে বেশ কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

উপবৃত্তির অর্থ আত্মসাতের সংবাদটি রংপুর বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলামের দৃষ্টি গোচর হলে তিনি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দিনই (গত বুধবার) প্রধান শিক্ষক মাহাবুবার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূয়া অভিভাবক সেজে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করি। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ওই প্রধান শিক্ষকও লিখিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তিনি আত্মসাৎ করতে পারেন না। তাই বিধিমোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT