ঢাকা (সন্ধ্যা ৬:৩৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পৌরসভার অফিস সহায়ক রাকিব শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock সোমবার দুপুর ০২:১৭, ২৫ জানুয়ারী, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভার অফিস সহায়ক মোঃ রাকিব শেখ(৩২)কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার(২৪জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব পৌরসভার রাজুপুর গ্রামের মোঃ মোতালেব শেখের ছেলে। রাকিবের ভাগ্নে রাজুপুর গ্রামের আফরান শেখের ছেলে আজাদ শেখও(২২) হামলায় জখম হয়েছেন।

আহত রাকিবের ভাই রুবেল অভিযোগ করেন, লোহাগড়ার পোদ্দারপাড়া গ্রামের সন্ত্রাসী রহিমের নেতৃত্বে ধানাইড় গ্রামের লিয়ন, চাচাই গ্রামের দিপু মোল্যা, জয়পুর গ্রামের মহিবুর সহ ১০/১৫ জনে ধারালো অস্ত্র নিয়ে লোহাগড়া বাজারের স্বর্ণপট্টি এলাকায় রাকিবের উপর হামলা চালায়। রাকিব লিয়নের কাছে বাঁশ বিক্রির টাকা পেতো। টাকা চাইলেই তারা হামলা চালায়।

হামলার পর স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। অপর আহত আজাদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT