ঢাকা (সকাল ৮:১৫) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমাদের বাংলাদেশ – কবি বুলবুল হোসেন

কবিতা ২১১০১ বার পঠিত
আমাদের বাংলাদেশ - কবি বুলবুল ইসলাম

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার ১২:০৪, ২২ ডিসেম্বর, ২০২০

মোরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান
নৃ-গোষ্ঠী পঁয়তাল্লিশ
মোদের জাত ধর্ম ভিন্ন হলেও
বাংলা রাষ্ট্র ভাষা
আর দেশ বাংলাদেশ।

মোরা নিজ নিজ ভাষায়
কথা বলি, গান গাই
নিজ ভাষায় কবিতা রচি।

মোরা বাংলার সুশীতল আলো বাতাসে
খুশির নাচন নাচি
সকলে মোরা ভাই ভাইরূপে
মিলে মিশে আছি বেশ;
মোদের জাত ধর্ম ভিন্ন হলেও
বাংলা রাষ্ট্র ভাষা
আর দেশ বাংলাদেশ।

মোরা পহেলা বৈশাখে
পান্তা ইলিশ খেয়ে
সজনের বাড়ি যাই
রঙ্গিন জামা অংগে জড়ায়ে
মেলায় ঘুরে বেড়াই
নাই ভেদাভেদ হেথা জাত ধর্মের
নাই কোন দুঃখ ক্লেশ
মোদের জাত ধর্ম ভিন্ন হলেও
বাংলা রাষ্ট্র ভাষা
আর দেশ বাংলাদেশ।

মোরা পূজা পর্বণে, ঈদের খুশির দিনে
সকলেরে নিমন্ত্রণ দেই
সকলে মোরা সকলের আনন্দ
সমবন্টন করে নেই
মিলেমিশে সব আচার অনুষ্ঠান
আনন্দ চিত্তে করি শেষ
মোদের জাত ধর্ম ভিন্ন হলেও
বাংলা রাষ্ট্র ভাষা
আর দেশ বাংলাদেশ।

মোরা মা বলে যখন
ডেকে উঠি তখন
এক অনুভূতি সকলের
এটাই যেন শ্রদ্ধা, ভক্তি, প্রেম,
ভালবাসা হৃদয়ের
শত দ্বিধা দ্বন্দ্ব থাকলেও এক হই
প্রশ্নে মা মাটি আর দেশ
মোদের জাত ধর্ম ভিন্ন হলেও
বাংলা রাষ্ট্র ভাষা
আর দেশ বাংলাদেশ ৷




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT