আবু ইউসুফ,নওগাঁ বুধবার দুপুর ০৩:৪৯, ১৪ অক্টোবর, ২০২০
বাংলাদেশ গ্লোবাল: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নওগাঁয় তালবীজ রোপন কমসূচীর উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার তালামারা ব্রীজ হতে ধানসুরা সড়কে দুই পাশে এসব তালবীজ রোপনের উদ্বোধন করা হয়।
এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপী তালবীজ রোপনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী জাতীর জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পর্যায়ক্রমে ২০ হাজার এসব তালবীজ রোপন করা হচ্ছে। এর ফলে বজ্রপাত থেকে রক্ষার পাশাপশি সড়কগুলোতে ছায়া পাবে যাতায়াতকারীরা। এছাড়াও স্থানীয়দের এসব তাল গাছ সংরক্ষনের আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নির্বাহী জয়া মারিয়া পেরারাসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সংক্রান্ত মতবিনিময় সভা করেন।