ঢাকা (ভোর ৫:৪৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুমিল্লা জেলার মেঘনা উপজেলার আবদুল মোমেন আখন্দ হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার রাত ১০:৫১, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

কুমিল্লার মেঘনা উপজেলার চাঞ্চল্যকর আবদুল মোমেন আখন্দ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা অতিরিক্তি জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নুরন নাহার বেগম শিউলি এ রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদুল্লাহ মিয়া, একই গ্রামের খলিল মিয়ার ছেলে সাইফুল্লাহ, টুক্কু মিয়ার ছেলে শাহাদাত ও খলিল মিয়ার ছেলে এন্তাজ মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. রেজ্জাকুল ইসলাম জানান, জেলার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল মজিদ আখন্দের ছেলে আবদুল মোমেন খন্দকার সৌদি প্রবাসী ছিলেন। তার বাড়িতে এক নারীর সাথে আসামিদের অনৈতিক সম্পর্ক ছিল। এ বিষয়ে প্রতিবাদ করায় আসামিরা ২০০৫ সালে ১২ জুলাই তাকে শ্বাসরোধ্য করে হত্যা করে।

পরদিন তার ভাই আব্দুল মালেক বাদী হয়ে মেঘনা থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এই রায় দেন। বিচারকার্য চলাকালে ইতিমধ্যেই ১৬ জন আসামির মধ্যে ৫ জন মারা যায় এবং ৭ জনকে খালাস দেওয়া হয়।

দীর্ঘ ১২ বছর পর অপরাধীদের যাবজ্জীবন হওয়ায় এলাকাবাসী সন্তুষ্ট তবে অপরাধীদের ফাঁসি হলেই বেশী খুশি হতেন স্বজনরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT