ঢাকা (বিকাল ৩:৫৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

১৬ বছরের সংসার বিচ্ছেদ : দুধ দিয়ে গোসল করলো স্বামী

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার বেলা ১২:০৩, ২৯ নভেম্বর, ২০২৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অবশেষে উড়িয়া ইউনিয়নের উড়িয়া গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেছেন স্বামী আব্দুল হান্নান মিয়া (৪০)।

 

সোমবার (২৮ নভেম্বর) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসলের এই ঘটনা ঘটে। ১৬ বছর সংসার জীবনে স্ত্রী আয়শা বেগমের (৩৫) সঙ্গে বিচ্ছেদের হবার পর ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন আব্দুল হান্নান। তাদের ১৫ ও ১২ বছরের দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই কলহের জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরপর আদালতে গিয়ে তার স্ত্রী এফিডেভিটের মাধ্যমে হান্নান মিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘটায়।

 

দুধ দিয়ে গোসল করার সময় আব্দুল হান্নান বলেন, আইনগতভাবে এই বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT