ঢাকা (রাত ১১:২৯) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ফুলছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিদ্যুৎস্পৃষ্ট

আসাদুজ্জামান খন্দকার আসাদুজ্জামান খন্দকার Clock সোমবার রাত ১০:৪৯, ২৪ জুলাই, ২০২৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিন্টু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া (কাতলামারী) গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু মিয়া ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
স্বজনরা জানায়  দুপুরের পর নিজ ঘরের বিদ্যুতের সমস্যা দেখা দিলে সে নিজেই সমস্যাটি সমাধানের জন্য কাজ করতে থাকে। এসময় অসাবধনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে গুরুতর আহত অবস্থায় করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিন্টুকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মিন্টুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT