১৫ আগস্ট আ.লীগ বিশৃঙ্খলা করলে উপযুক্ত জবাব দেয়া হবে
ওবায়দুর রহমান বুধবার রাত ১১:৫৪, ১৪ আগস্ট, ২০২৪
১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোন বিশৃঙ্খলা করলে উপযুক্ত দেয়া হবে বলে মন্তব্য করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েরবুর রহমান।
বুধবার বিকালে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, ১৪ ও ১৫ আগস্ট বিএনপি কর্মসূচি দিয়েছে। আমরা মাঠে অবস্থান করবো। আমরা অবশ্যই ১৫ আগস্টের কোন ধরণের উসকানিমূলক প্রোগ্রাম আওয়ামী লীগকে করতে দেবো না।
তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার হয়তো বা দীর্ঘায়িত হতে পারে। এটি ভেবে ভারত আবার কি করল, তাদের বিভিন্ন গুপ্তচর দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলো। আমার হুশিয়ার করে দিতে চাই ভারত আমাদের প্রভু নয়। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অবশ্যই আমরা বন্ধু তাদের। আমরা সবসময় বন্ধুত্বের মর্যাদায় তাদের দেখতে চাই।
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, বিগত সরকার যে খুনগুলো করেছে, সবগুলোর বিচার এই বাংলার মাটিতে হবে।
কর্মসূচিতে অংশ নেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান কবির ও হুমায়ূন কবির, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া প্রমুখ।