ঢাকা (সন্ধ্যা ৬:৫৫) সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্মৃতির প্রীতি : কবি তোফায়েল আহমেদ

বাংলা সাহিত্য ২১২১৮ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শুক্রবার রাত ১১:২০, ৫ জুলাই, ২০১৯

ভালোবাসা ছাড়া পৃথিবীতে জীবন মানায় না
সংসার তার বপন জমি,
তাই মানুষ ভালোবাসা করে স্বভাবীত অভাবে
সুন্দর সুন্দরী আমি তুমি।

ইচ্ছে করে সনাতনীর চিবুক ধরে বলি
কি ছিলো জীবনের অপরাধ,
চলনে কথনে আঁখির পলকে ঝলকে
ভালোবাসা উপহার দিয়ে ধুলায় নিক্ষেপ
করলে তার পাওনা স্বাদ।

কেন করলে সর্বনাশ! পবনের ঢেউ কানে
কানে বলে চলে তোমারই ধ্বনির পরশিত
স্নিগ্ধ ফুলেল সুভাস অাভাস,
হারায়না সম্পর্কের ইতিহাস নির্যাস
আরে বারে আসে মনের ফুলদানীতে
ছড়ায় তার বাতাস।

পরের ঘরনী হলে নিজের চাওয়া পাওয়াকে
ব্যথার কবলে ফেলে,
জীবন পেলো ঘৃনার পরিহাস,
অবহেলা অযত্ন নিজেকে করার অধিকার
ভুল অভিমানী রচনা ছিল তোমার
হয়ে গেলে শোষণের দাস।

একজন হেথায় তুমি কোথায়?হয়তো অচিন যথা
তথায়,এমনটি হবার কথা ছিলোনা তোমার,
শুন্য ডালে পাখির কলকাকলী নেই
জীবন হারিয়েছে তার মৌলিক সারাংশ
দুটি মন পেলোনা তাদের অধিকার।

একূল হারালো ঐ কূলকে, ঐ কূল হারালো
একূলকে, মাঝখানে রোদন জলে স্রোতের
চলমান তৃষিত গর্জন,
পিয়াস পিপাসারা মরুভূমির সাথে মিতালী
করেছে,মেঘের রাজ্য করতে অর্জন।

হারানোকে খোঁজাই সব জীবনের অভ্যাস
মিলন আর হয়না,
নিশির নির্ঘুম, দিবা কর্ম কষ্ট,অভিনয়ের বর্তমান
ক্ষণিক জীবনে আর সয়না।

ইচ্ছেরা থেমে যায় নাটাই অদৃশ্য হাতে বন্দি
মানস করে রকমারী সন্ধি,
জীবন এভাবেই চলে, চলবে, হারিয়ে খু্জে তার
সঙ্গী,যা অতীতের স্মৃতির প্রীতিলতায় বন্দি।

স্মৃতির মায়া প্রীতি আজীবন থাকে জীবনের
পরতে পরতে গাঁথা,
মরমিয়ার স্বাদ মিটেনা বাস্তবে না পেলে আপন
মৃত অনুভূতির জীবন বলেনা সুখ কথা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT