সিহাব হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) রবিবার রাত ০৯:০৭, ৯ আগস্ট, ২০২০
সান্তাহার দমদমা গ্রামের মেধাবী ছাত্র সিহাব হত্যা মামলার গ্রেফতারকৃত মূল আসামী শিপলুর দেয়া তথ্যমতে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টায় ঘটনাস্থল করজবাড়ী বেইলীব্রীজের পানির নিচে ফেলে দেয়া হত্যায় ব্যবহৃত চাকু, হত্যাকারীর রক্তমাখা গেঞ্জি ও পায়ের স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানায়,উপজেলার দমদমা গ্রামের মেধাবী ছাত্র হারুনুর রশিদের ছেলে সিহাব গত ২ আগস্ট সন্ধ্যায় উপজেলার রক্তদহ বিল এলাকার করজবাড়ী বেইলীব্রীজ সংলগ্ন স্থানে করজবাড়ী গ্রামের এখলাসের ছেলে শিপলুর ছুরিকাঘাতে খুন হন।
এ ঘটনায় আসামী শিপলু ও তার বাবা এখলাসকে ময়মনসিংহের কিশোরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করার পর গ্রেফতারকৃত শিপলুকে নিয়ে গতকাল রবিবার বেলা ১১টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত ফেলে রেখে যাওয়া চাকু,আসামী শিপলুর পড়নের রক্তমাখা গেঞ্জি ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুনঃ
- আদমদীঘিতে সিহাব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- সিহাব হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
- বগুড়ার আদমদীঘিতে ফিল্মি কৌশলে কিশোরকে হত্যা, আহত-২