ঢাকা (বিকাল ৩:১৪) বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বগুড়ার আদমদীঘিতে ফিল্মি কৌশলে কিশোরকে হত্যা, আহত-২

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০৮:৪১, ৩ আগস্ট, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে সিহাব হোসেন (১৬) নামে এক কিশোরকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কদমা বেইলি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সিহাব দমদমা গ্রামের হারুন অর রশিদের ছেলে। এতে আরো ২কিশোর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জনান, করজবাড়ী গ্রামের এখলাছের ছোট ছেলের সাথে ঈদের দিন বিকেলে রক্তদহ বিলের স্টিল ব্রিজ এলাকায় দমদমা উত্তর পাড়ার সোহাগের ছেলে সিহাবসহ বেশ কয়েকজনের কথাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিট ঘটনা ঘটে। এঘটনার জেরে পরের দিন রবিবার বিকেলে ওই ব্রিজ এলাকায় এখলাছের বড় ছেলে শিপলুসহ কয়েকজন ওই সিহাব ও তার সহপাঠিদের খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যায় ওই গ্রামেরই পূর্ব পাড়ার সবজি বিক্রেতা হরুন অর রশিদের ছেলে সিহাব ওই ব্রিজ অতিক্রম করার সময় শিপলু তাকে ডেকে তার নাম ‘সিহাব’ শোনা মাত্র গলায় ছুরিকাঘাত করে। এসময় পাশে থাকা ওই গ্রামের টুটুলের ছেলে প্রহর ও শহিদুলের ছেলে জাকিরকেও ছুরিকাঘাতে আহত করা হয়। ঘটনাস্থল থেকে অাহত অবস্থায় সিহাব, প্রহর ও জাকিরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিহাবকে মৃত ঘোষণা করেন। পুলিশ সিহাবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওযাদুদ। ঘটনাস্থলে যাওয়া বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT