ঢাকা (সকাল ৭:০৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

সিলেটে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে ভর্তি ৫৪৪২ জন

সিলেট জেলা ২১২৬ বার পঠিত

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock শুক্রবার বেলা ১২:৪৮, ২২ মার্চ, ২০২৪

সিলেটে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া জনিত রোগ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১১৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এক সপ্তাহে ভর্তি হয়েছেন ১২১২ জন ও ১ মাসে ভর্তি হয়েছেন ৫৪৪২ জন।

এদিকে হাসপাতালে ভর্তির পাশাপাশি বাসা-বাড়ীতে ডায়রিয়ার আক্রান্ত রোগী বেড়েছে কয়েক গুণ। মেডিকেল থেকে শুরু করে পাড়া-মহল্লার ফার্মেসীতে ওরস্যালাইনসহ ডায়রিয়াজনিত রোগের বিক্রি বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১১৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৩৭ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জের ৩৪ জন ও মৌলভীবাজারের ৩৯ জন রয়েছেন।

গত ১ সপ্তাহে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১২১২ রোগীর মধ্যে সিলেট জেলার ৪৫৩ জন, সুনামগঞ্জের ১০৪ জন, হবিগঞ্জের ৩৪৬ জন ও মৌলভীবাজারের ৩০৯ জন রয়েছেন।

গত ১ মাসে সিলেট বিভাগে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৪২ জন। এ রমধ্যে সিলেট জেলার ২০১৩ জন, সুনামগঞ্জের ৩৮৯ জন, হবিগঞ্জের ১৩৮৪ জন ও মৌলভীবাজারের ১৬৫৬ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ৩৮৫৪ জন, সুনামগঞ্জের ১৪০৯ জন, হবিগঞ্জে ৩৩২৬ জন ও মৌলভীবাজারের ২৮৭১ জন রয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত ১১৪৬০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০৯০৯ জন।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ডায়রিয়ার রোগীর সংখ্যা বাড়ছে ঠিক। তবে এটা উদ্বেগ জনক নয়। বিশেষ করে রমজান মাসে ভাজা- পোড়া বেশী খাওয়া হয়। আর এসব খাবার থেকে গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে। এর কারণেও পাতলা পায়খানা হতে পারে। তিনি বলেন, সব সময় নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। অন্যান্যদেরকেও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্কদের দিকে একটু খেয়াল রাখতে হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT