ঢাকা (রাত ৩:২৩) রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে মনোনয়নের জন্য সমর্থন পেলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ Clock সোমবার রাত ০৯:৪২, ১৭ আগস্ট, ২০২০

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের ৫ ইউনিয়ন) আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাও দিয়েছে নির্বাচন কমিশন।

এই আসনে আ.লীগের দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে কাজিপুর উপজেলা আ.লীগ সোমবার (১৭ আগস্ট) বিকেল পর্যন্ত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাসিমপুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়কে তাদের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দিয়ে রেজুলেশন পাস করেছে।

এ সময় কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, “আমরা সর্বসম্মতিক্রমে প্রথমে কণ্ঠভোটে এবং পরে কার্যকরি কমিটির সদস্যরা স্বাক্ষর করে প্রস্তাব পাস করেছি। বাংলাদেশ আ.লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা আমাদের জয় ভাইকে প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দেবেন এমনটিই আমাদের আশা।”

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র জিএম তালুকদার, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। সভায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT