সিরাজগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
মোঃ কামরুজ্জামান শনিবার রাত ০৯:০৯, ১৫ আগস্ট, ২০২০
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধ শীর্ষক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন, জাতীর পিতার জীবনি ও কর্মের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিভিন্ন ধর্মীও উপাসনালয়ে প্রার্থনা ও মোনাজাত এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ হাবিবে মিল্লাত,পুলিশ সুপার হাবিবুল আলম বিপিএম সহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকনসহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।